#songlyrics: একলা চলতে হয়
#singer: নচিকেতা চক্রবর্তী
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবেই নাকি একলা চলতে হয়।
একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায়,
আর মধ্যিখানের বাকিটা সময়
একলা না থাকার অভিনয়
একলা না থাকার অভিনয়,
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবেই নাকি একলা চলতে হয়।।
এক পায়েতে দাঁড়িয়ে তাল গাছটাও একা
দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশ দেখা।
এক পায়েতে দাঁড়িয়ে তাল গাছটাও একা
দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশ দেখা,
যদি কেউ কথা না কয়
ওরে ও রে ও অভাগা কেউ কথা না কয়,
তাতেও কিছু যায় না এসে
তাতেও কিছু যায় না এসে,
বোঝে যদি তোর মনেরই কথা..
মনের কথা বোঝাবারে একলা বলতে হয়
যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়।।
একলা তুমি ভাবাদর্শে একলা চিন্তায়
তোমার ভাবনা সূর্য হয়ে ডুববে যে সন্ধ্যায়।
একলা তুমি ভাবাদর্শে একলা চিন্তায়
তোমার ভাবনা সূর্য হয়ে ডুববে যে সন্ধ্যায়,
যদি সবাই ফিরে যায়
ওরে ও রে ও অভাগা সবাই ফিরে যায়,
ফিরবে না যে জানবি সে তোর
ফিরবে না যে জানবি সে তোর,
ভাবনার মোড়কে আছে ডুবে ..
ছিড়বে মোড়ক ফিরবে সে তার অপনও কুলায়
যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়।
No comments:
Post a Comment